ভালবাসা মানে,
তোমাকে ঘিরে রাখা ভাললাগার শব্দগুলো মনের ডায়রীতে লিখে রাখা।
ভালবাসা মানে,
তোমার হাসির রশ্নিতে আমার চোখে স্বপ্ন আঁকা।
ভালবাসা মানে,
তোমার কথাগুলোর আমার কবিতার অজস্র পংক্তিমালা।
ভালবাসা মানে,
সারাজীবনের জন্য তোমাকে পাবার ভীষণ আকাঙ্ক্ষা।
ভালবাসা মানে,
তোমার-আমার মনের একান্ত নির্লাসিত বাসনা।
ভালবাসা মানে,
তোমার-আমার আগামী দিনের কল্পিত গল্পের,
অনিশ্চিত জীবনের মীমাংসা।