বারেবারে ফিরে আসতে হয়
তোমারই ভালোবাসার টানে,
দূরে যাবার পথটা তাই
আজ হয়ে গেছে বিষন্ন বেদনাতে।
হৃদয়ে লেখা চোখের জলেতে
তোমার নামটি লিখে রেখেছি
বুকের রক্তে জল ছবিতে,
লেখা আছে যার প্রতি শব্দে
ভালোবাসি ভালোবাসি শুধু তোমাকে।
তোমার মিষ্টি হাসির দৃষ্টিতে
অজান্তে নিজের চিত্ত হারিয়ে ফেলি
অজানা তীব্র বাসনাতে,
তবুও খুঁজে ফিরি তোমায় আপন ডোরে
ভালোবাসার রঙ্গিন স্বপ্নেতে।