আমি তাঁর লুকিয়ে দেখার ভান বুঝে গিয়েছি
চায়ে চিনি কম দিলেও ভেবে নিয়েছি মিষ্টি,
জিজ্ঞেস করল, "তুমি কি আমায় ভালোবাসো?"
আমি বললাম, "না, শুধু তোমার রান্নার প্রশংসা করি!"
কিন্তু তাঁর চোখের চাহনি বুঝিয়ে দিলো
এই অভিনয়ের খেলায় আমিই হেরে গেলাম,
মুখে বলে, "বন্ধুত্বই ভালো,"
তবু মনে মনে ভাবি,
"আহা! কবে বলবে সে তোমায় আমি ভালোবাসি?"