তোমার পাশেই কবর রচিত হোক আমার,
যেন চিরতরে ছায়ায় থাকতে পারি তোমার।
জীবনের শেষ পত্রে লিখে যাই ভালোবাসার কথা,
মৃত্যুর পরেও যেন নিঃশব্দে পাই তোমার সঙ্গতা।

পৃথিবীর আলো মুছে গিয়ে রাত্রি যখন অন্ধকার,
তোমার হাসি হয়ে উঠুক আমার শেষ প্রহরের সিগ্নতায়।
শত তারা ঝরে পড়ুক আকাশের বুক থেকে,
তোমার স্মৃতির শিখা জ্বলুক আমার হৃদয়ের গভীর থেকে।

মৃত্যু হবে না বিদায়, হবে নতুন এক শুরু,
যেখানে তুমিই থাকবে চিরকালীন মগ্নে বিভোর।
মাটির গভীরে সঙ্গী হবে দুটি হৃদয়ের তৃষ্ণা,
আমাদের কবর হবে প্রেমের নীরব রাজপ্রাসাদ।