হয়তো দেখা হবে না আর কোনোদিন
বৃষ্টি ভেঁজা সন্ধ্যায়,
তোমার হাত ধরে হাঁটবো না আর
এই শহরের ভাঙাচোরা পথে,
সেই সব দিনগুলো বৃষ্টিতে ভিঁজে গেছে,
যেখানে আমাদের নাম লেখা ছিল।
তুমি বলেছিলে, এই পৃথিবী বদলাবে না কোনদিন,
সব প্রতিশ্রুতি মিথ্যা প্রমাণিত হলো,
আমরা হারিয়ে গেলাম,
সময় যেনো আমাদের ফেলে গেলো।
তোমার চোখের ভাষা
সেই পুরোনো গল্পের মতই,
অবহেলা আর বিস্মৃতির নরম ছোঁয়া নিয়ে,
কেবল স্মৃতি হয়ে রইলো।
শূন্যতায় ডুবে গেলাম আমি
এই পৃথিবীর জমাটবাঁধা কোলাহলে,
তবুও তোমাকে খুঁজে ফিরি,
অচেনা মানুষের ভিড়ে,
কিন্তু জানি-
তুমি তো আর আসবে না।
এই একাকীত্বে ডুবে থেকে,
ভালোবাসা তোমাকে শেষবারের মত বিদায় জানালাম,
তুমি কেঁদেছিলে, আমি দেখিনি-
আমিও কাঁদছি, তুমি দেখছো না।