শেষ দুপুরের কান্নায়
আমি দেখেছিলাম তোমায়,
তুমি বারান্দাতে দাঁড়িয়ে, হাত দুটি বাড়িয়ে
আলতো অনুরাগে স্বপ্নের রংঙে ভিঁজেছিলে।

তোমার চোখের গভীরে ছিল শীতলতার ছোঁয়া,
নীরবতার ভাষায় বলেছিলে কথা,
তোমার হৃদয়ের চিরন্তন ব্যথার মর্মর ধ্বনি।

বাতাসে উড়ছিল চুলের নরম পরশ,
সূর্যের আলোর সোনালী কিরণে,
তুমি ছিলে স্বপ্নের রংঙে মাখা,
এক মায়াবী হাসিতে।