ঝড় তোলা এই বুকের মাঝে
আজো তোমায় মনে পড়ে,
স্মৃতির চরণে অনেক কথায়
আজো তোমায় ভাল লাগে,
হারিয়ে যাওয়া দিনের মাঝে
আজো মনের পাতায়
তোমায় নিয়ে ছবি আঁকি কিশোর প্রেমের  ।

মনে পড়া দিনের সজ্জায়
তোমায় দেখেছিলাম প্রথমবার
ভাল লেগেছিল অনেক- হারিয়ে গিয়েছিল মন আমার;
খুঁজেছে মন বারেবারে
তোমায় কিছু বলবো বলে,
তবুও পারিনি বলতে- অনুভবের কিশোর ছোঁয়ায়
ভালবাসি আমি তোমায় ।

অবসন্নতায় দিন গুনেছি
কিশোর মনের প্রেম দুমড়ে মরীচিকা হয়েছে,
দূর আকাশে চেয়ে থেকেছি,
পাশে আসার মন চেয়েছে,
তবুও পারিনি বলতে-
ভালবাসি আমি তোমায় ।

প্রথম ব্যার্থতার, প্রথম প্রেম
সাহসের যাতনা চিঁরে, লজ্জার মুখ ফিরিয়ে
তোমার প্রেমে আসতে পারিনি
কৌশলতার কিশোর প্রেমে ।