তোমার বেনি করা চুলে কাশফুলের মায়া,
শরতের আকাশে মিশে শুভ্রতার ছায়া।
তুমি হেঁটে গেলে যেন নদীর ঢেউ থামে,
প্রান্তরের বাতাসও তোমার ছোঁয়ায় নামে।
তোমার চোখে ভাসে হাজার কবিতার ভাষা,
মুগ্ধতা বুনে যায় নিস্তব্ধতার আশা।
তোমার হাসির মাঝে মেলে শান্তির ঠিকানা,
মনে হয়, তোমাতেই সব স্বপ্নের আনাগোনা।