মুক্তা ছড়ানো ভালোবাসাগুলো আজ কষ্টের,
যা ছিল স্বপ্ন, তা এখন বেদনাবিহীন অশ্রুর সমুদ্র।
নিঃস্ব হৃদয়ে ভেঙে যায় সকল আশা,
ভালবাসার রং ম্লান হয়ে যায় একাকী রাতে,
তোমার হাতের ছোঁয়া যেন এখন শুধুই স্মৃতি,
সেই স্মৃতির পথ ধরে হাঁটি, যেখানে নেই কোন গন্তব্য।
ভুলে যাওয়া কথা, না বলা গল্প,
সব কিছু আজ বয়ে বেড়াই,
কিছুই রইল না আর, শুধু নিঃসঙ্গতার আঁধার।
মুক্ত ছড়ানো ভালোবাসাগুলো আজ কষ্টের,
তবু আমি থাকি, সেই ভালবাসার অপেক্ষায় অনন্তকাল।