এই বাকি জীবনটুকু যদি থাকতো তোমার হাতে
তবে বেঁচে থাকতাম স্বপ্নের রাতের আঙিনাতে,
তোমার চোখের ছায়ায় গড়া ছোট্ট এক ঘর
যেখানে ভালোবাসার রোদ মেখে কাটতো দিন ভর।
তোমার হাসি যদি হতো এক চিলতে গান
তবে হৃদয়ের তারে বাঁধতো অনন্ত আয়োজন,
তোমার ছোঁয়ার স্পর্শে মিলতো জীবনের মানে
যেখানে প্রতিটা মুহূর্ত ভরতো অশেষ প্রাণে।