জীবনের ভাঙাচোরা ছাঁদে  
এক চিলতে রোদ এসে পড়ে,  
চোখ বুজে ভাবি-এও কি স্বপ্নের ছায়া?
নাকি দিনের শূন্যতার খেলা?

এই শহরের দেয়ালগুলো সব ক্লান্ত
প্রতিটি ইঁটের মাঝে জমে আছে  
গোপন কান্নার চিহ্ন,
অগোচরে মুছে যায় সময়ের সাথে সাথে।

পথে পথে ছড়ানো পাথরগুলো
তাদেরও কি গল্প আছে?  
কোনো এক বিষণ্ণ প্রেমের স্মৃতি,
না হয় দুঃখের রূপকথা?

হয়তো আমরা সবাই এই পাথরের মতোই  
চিহ্ন রেখে যাই পথে,  
কারো মনে পড়ে, কারো পড়ে না,  
অগোচরে বিলীন হয়ে যাই।

জীবনের এই অদ্ভুত প্রহেলিকা
যেখানে সময়ও থেমে থাকে একমুহূর্তে,
তারপর আবার হেঁটে চলে নিঃশব্দে  
আমাদের সকল স্বপ্ন ফেলে পেছনে।