হারিয়ে যাওয়া কোন গল্পে
আমরা দু’জন হেঁটে গেছি ধীরে,
সন্ধ্যার নীল আলোয় মিশে
তোমার চোখে দেখেছি স্বপ্নের নীড়ে।

পথে পড়ে থাকা শুকনো পাতারা
গভীর চুম্বনে ডেকেছে বারবার,
তুমি হাত বাড়িয়ে বলেছিলে চলো
জীবনের পথে হবে নতুন আলো।

চাঁদের আলোয় ঘেরা এক তেপান্তরে
তোমার হাত ধরে হারিয়েছি স্বপ্ন-ভোরে,
আমাদের কথারা বাতাসে গুঞ্জন তুলেছে
ভালোবেসে সময়টুকু থমকে দাঁড়িয়েছে।

তোমার চোখের মায়ায় বাঁধা পড়ে
গল্পের নায়ক হতে চেয়েছি আরও বড়ো করে,
তবুও গল্পটি শেষ হয়নি এখনও
হারিয়ে যাওয়া পথে যেন দেখি নতুন জীবন মোড়।

এ গল্পটি যে শুধু তোমারই জন্যে,
যেখানেই থাকো, রেখেছি তোমায় হৃদয় সঙ্গী হয়ে।