তুমি চাইলে হয়তো পেতে
আমার হৃদয়ের সবটুকু প্রেম,
নীরবে বসে আছি আমি
তোমার পথে বাঁধা দিতো না কেউ একটুও।
তুমি চাইলে হয়তো পেতে
আমার নিঃস্ব হৃদয়ের কান্না,
রাতের আঁধারে একা বসে
তোমার অপেক্ষায় কাটে আমার প্রতিটি প্রহর।
তুমি চাইলে হয়তো পেতে
আমার স্বপ্নের সবটুকু রঙ,
আকাশের তারার আলোয়
তোমার চোখের পানে তাকিয়ে কাটে রাতগুলো।
তুমি চাইলে হয়তো পেতে
আমার প্রতিটি নিঃশ্বাসে তোমার নাম,
জীবনের প্রতিটি মুহূর্তে
তোমার স্মৃতির আঁচলে জড়ানো থাকে আমার আশা।