আমি তো এমন একটা তুমি চাই,
যার হাসিতে ভরে যাবে হৃদয়ের আকাশ,
যার ছোঁয়ায় মুছে যাবে সকল ক্লান্তি,
যার চোখের তারায় দেখবো স্বপ্নের পৃথিবী।
আমি তো এমন একটা তুমি চাই,
যে হবে আমার জীবন পথের সাথী,
যার সঙ্গে চলতে পারব নির্ভয়ে,
যার পাশে পাবো আমি আমার মনের ঠিকানা।
আমি তো এমন একটা তুমি চাই,
যার প্রেমে ভরবে আমার পৃথিবী,
যার আদরে খুঁজে পাবো নিজেকে,
যার ভালোবাসায় হয়ে থাকবো এক অবিচ্ছেদ্য।