হৃদয়ের অনেক কথা রয়ে যায় বাকি
ভাবনার যত চাওয়া রয়ে যায় ফাঁকা ,
তবু মনে হয় আঁকা একটি প্রেমের নাম
তোমায় আমি ভালবাসি ।
বুকের পাঁজরের অস্তিতে
বয়ে চলে যেমনি রক্ত কণিকা ,
তেমনি মনাকাশে ছুঁয়ে চলে বারেবারে ;
তোমায় আমি ভালবাসি ।
অন্তরের গভীর সীমান্তে
যে নদী বয়ে চলে নিরবধি জলের স্রোতধারায় ,
তেমনি বয়ে চলে একটি ছল ছল সুরের গান
তোমায় আমি ভালবাসি ।
যতই হোক না আশা, বাসনার নিরন্তর সাধনায় ,
তবুও মন তাই বলে, একটি কথার নাম
তোমায় আমি ভবালবাসি ।
তোমায় আমি ভালবাসি ।