নেহাৎ তোমায় ভালোবেসেছিলাম
তাই হৃদয়ের ভেলা ভাসিয়েছিলাম,  
চাঁদের গায়ে খোদাই করা স্বপ্নের মতো
তোমার চোখে খুঁজেছিলাম এক আকাশের ঠিকানা।  

তুমি এলে জলপ্রপাতের স্রোতে  
নির্জন বনানীর রূপকথা হয়ে,  
তোমার শব্দে বাঁধা পড়েছিলো হৃদয়ের ছন্দ
আর আমি শুধু হয়েছি নিরব কবি।