দেখেছি তোমায়,
ভোরের প্রথম আলোয়,
জীবনের সবুজ পাতায়,
সূর্যের সোনালী ছায়ায়।
দেখেছি তোমায়,
শরতের মিষ্টি বাতাসে,
হেমন্তের নীরব হাসিতে,
প্রকৃতির রঙিন ভাষায়।
দেখেছি তোমায়,
বৃষ্টির নৃত্যে,
কুয়াশার মায়ায়,
নীল আকাশের ছোঁয়ায়।
দেখেছি তোমায়,
রাত্রির তারার মেলায়,
চাঁদের মধুর রূপে,
আঁধারের মাঝে উজ্জ্বলতায়।
দেখেছি তোমায়,
হৃদয়ের গভীর কোনে,
প্রেমের অলিখিত গল্পে,
অনুভূতির প্রতিটি কণায়।
দেখেছি তোমায়,
আমার সকল স্বপ্নে,
ভালোবাসার প্রতিটি ছোঁয়ায়,
মনে মনের আড়ালে।
দেখেছি তোমায়,
অন্তরের নিরব ধ্বনিতে,
জীবনের প্রতিটি ধাপে,
আমার অস্তিত্বে, আমার গানে।