চেয়েছি তোমায় শত শত অজুহাতে
পেয়েছি ব্যথা তাই মুঠো হাত ভরে,  
বিরহের বিষে ভেঁসে গেছেএই মন,  
রাতের আকাশে জমেছে কালো মেঘ।

তোমার পথ চেয়ে বসে থাকি একা  
প্রতিটি নিঃশ্বাসে তোমারই বিষাদ গাঁথা,  
তুমি দূরে-বহুদূরে মেঘের আঁধারে ঢাকা,
আমার হৃদয়ে তবু তোমার প্রতিচ্ছবি আঁকা।

ফুল ঝরে গেছে সেই বাগানের
রঙিন স্বপ্নের বুকে লেগে আছে কালো ছাপ,
তবু হৃদয়ের কোণে একটুকু আলো,  
মনে জ্বলছে বিরহের দীপ।