হৃদয়ে আজ ঝড় উঠেছে
বুকের পাঁজর চাপটে যেন ধরে
প্রিয়া তোমার কথা বারেবারে
আমার মনে পড়ে ।
সেদিনের সেই হঠাৎ দেখা
মনে আমার দিল ব্যাথা,
অঝোর ধারায় বইল ঝড়
আমার বুকের মধ্যে দিয়ে ।
তোমার সেই অপূর্ব মুখখানি
ভেঁসে উঠে চাঁদের আলোয়,
শ্যামল মায়ায় আঁচলখানি
উড়ে যায় দৌলা দিয়ে ।
প্রিয়া তোমার কথা ভেবে ভেবে
নিশি-দিন যায় ক্ষণেক্ষণে,
আসে না রাত্রিতে ঘুম
তোমায় কখন পাবো এই আশাতে ।