হৃদয়ে তখন বারোটা বাঁজে
তুমি আসবে বলে,
আমি অধীর অপেক্ষায় বসে আছি।
বুকের ভিতর হঠাৎ চমকে উঠে!
এই বুঝি তোমার হাত পড়েছে দরজাতে,
আমি হেঁটে যাই চুপিচুপি
আস্তে করে খুলি দরজাটা ;
দেখি হায়! কিছু নাই দরজার পাশে
শুধু বাতাস বইছে নিরবে।
আবার বসে আছি তােমারই ভাবনা নিয়ে
তুমি আসবে আমার ঘরে
চায়ের টেবিলে বসে-
কিংবা; বারিন্দাতে দাঁড়িয়ে,
আমরা দু'জনে সুখের স্বপ্ন নিয়ে ভাববো
আর ভালােবাসার কথা বলবো।
কখনাে হয়তাে কথা বলতে বলতে
হারিয়ে যাবো অজানা কোন গন্তব্যে,
কখনো হয়তো তোমার চোখের পানে-
তাকিয়ে রবো আনমনে;
তুমি আমার এই অপলক দৃষ্টি দেখে
হবে যেন অন্তর্দৃষ্টিময় অবাক!
এমনি সব ভাবনা ভাবতেই
হঠাৎ! এই বুঝি তােমার হাত পড়েছে দরজাটিতে,
আমি দৌঁড়ে যাই হুড়মুড় করে
দরজা খুলে দেখি নাই, কিছু নাই;
আমার কপাল মন্দ বলে।
আবার সেই ভাবনা নিয়ে বসে আছি
দুঃখের আবিনাশা স্বপ্ন নিয়ে,
তুমি আসবে বলে কি
আশা জাগিয়ে আমার মনে,
একটু এসে বসবে বলে,
আসছাে না আামার কাছে।
এই নিয়ে যখন ভাবনার রাজ্যে বিভোর
আবারও হঠাৎ; বুঝি কেঁপে উঠলো মনের ভেতর,
কে যেন এলো এই ভোর বেলাতে;
আমি ঘুমের ঘোরে উঠে
চোখ মুঁঁছতে মুঁছতে,
ঘরের দরজা খুলতেই অবাক হয়ে দেখি!
তুমি একরাশ মঞ্জুরি হাতে নিয়ে
দাঁড়িয়ে আছো মিষ্টি দৃষ্টিতে
আমার আরাধ্য ভালোবাসা দিতে।