লুকিয়ে লুকিয়ে আর কতো দেখবে?
আর কতো চোখের আড়ালে নয়ন ভরবে?  
বুকের মাঝে জমে থাকা কথাগুলো
দুঃখের আড়ালে কেনো লুকিয়ে রাখবে?

হৃদয়ের কপাট খুলে একবার দেখো
স্বপ্নেরা ডানা মেলে উড়তে চায়,  
তোমার চোখের গভীর স্রোতে
অবুঝ প্রেমের নদী বয়ে যায়।

লুকিয়ে লুকিয়ে আর কতো ভালোবাসবে?  
মনের ভেতর কি মেলে ধরবে না?  
প্রেমের আকাশে তুমি যে চাঁদ  
তোমার আলোয় ভরে উঠবে প্রাণ।

লুকিয়ে লুকিয়ে আর কতদিন
প্রেমের কাব্য নিরবে আঁকবে?  
আলো আসুক তোমার মনের আঁধারে
প্রেমের ছোঁয়ায় জেগে উঠুক নতুন ভোর।