হৃদয়ের অলিতে গলিতে,  
কোন এক নিরব সন্ধ্যায়,  
চুপিচুপি লুকিয়ে থাকে,  
চাওয়া না পাওয়ার আর্তনাদে।  

অগোচরে মিশে যায় স্বপ্নের রেশ,  
আলোর মাঝে ছায়া হয়ে লুকিয়ে থাকে,  
মনের গভীরে জমে থাকা সেই কথাগুলো,  
বলা হয়নি যা কখনোই মুখ ফুটে।  

পিছনে পড়ে থাকা কিছু পদচিহ্নে,  
আছড়ে পড়ে স্মৃতির ঝড়ো হাওয়া,  
প্রতিটি ধাপে, প্রতিটি বাঁকে,  
চিরকাল যেন সে লুকোচুরি খেলে।