মন বাগানের পুষ্প তুমি
হৃদয় হরি করলে তুমি,
নয়ন জুড়ানো কৃষ্ণ কলি
মাল্য হাতে আসবে তুমি।
নগর- পর্বত পাড়ি দিয়ে
আসবে তুমি এই বাংলাতে,
নতুন প্রতিমা হয়ে রাঙিয়ে দিবে
তোমার প্রেমের অপরূপ আলপনাতে।
আদর ছোঁয়া হাতে নক্সি কাঁথায়
ফুঁটিয়ে তুলবে তোমার শিল্প,
শীতল স্পর্শে ঐতিহ্য তোমার
জড়িয়ে দিবে পল্লী গাঁয়ে।
ভাঁটির জলে ভাসবে মাঝি
গাইবে সুরে নতুন গান,
তোমার মাঝে আমার নিবাস
এ আমার সোনার বাংলাদেশ।
রাতের আকাশে চাঁদ-তারার আলোতে
প্রভাত রাঙাবে রবির পরশে-
সারা দিগন্তে তোমার আশির্বাদ
আলোকিত করবে উজাড় করে।
হাজার বছরের পূরাণ গীতে
পূথি পড়ো বুড়ো হয়ে,
কতো কাহিনী শুনাও তুমি
নাতি-নাতনির নিদ্রার ঘোরে।
উৎসবেরই মাতোয়ারা তুমি
অনেক সাঁজে সাজো তুমি,
তোমার মাঝে সোনার হরিণ
বিচরণ করে সবুজ বনে,
তোমার বুকে অজস্র পাখি উড়ে বেড়ায়
নীল আকাশে এই সোনার বাংলাদেশে।