পারিলে ভুলিয়া যাইয়ো আমায়
এ মর্ত্যের ব্যথা-দুখের ছায়ায়,
যদি শীতল স্নিগ্ধ বাতাস বয়
তাহার মর্মরে খুঁজো না মোর পরিচয়।
যদি সন্ধ্যার আকাশে ধ্রুবতারা জ্বলে
জেনে নিও,সেও দেখে মোর হৃদয়ের কালে,
যদি নির্জন রাতে চাঁদ দেয় আলো
তাহার স্নিগ্ধতায় ভাসিও, করিও না কালো।
পারিলে মুছিয়া ফেলিও মোর স্মৃতি
তবু হৃদয় রাখিও মুক্ত, রাখিও পবিত্র।