মন যে আজ মেখেছে
প্রেমেরই কাঁদা জলেতে,
আমায় করেছে পাগল অশান্ত দিগন্তে
প্রেমেরই জন্য ।

মাটি তার ধূলায় ধূলায়
সব মিশায়ে যায় গোলায় গোলায়,
পুষ্প সেই ধুলার মাঝে
ফুটে উঠে রঙ্গিন সাজে ;
ছড়ায় তার আনন্দের বাহার
প্রেমেরই উল্লাসে ।

আলো তার খেলায় খেলায়
সাজিয়ে দেয় সারাবেলায়,
সেই সাজেতে আকাশ পানে
সেজে উঠে রংধনু হয়ে ;
আপন মাঝে ছড়ায় সে যে
প্রেমেরই আমন্ত্রণে ।

নদীর জলে কূলে কূলে
হারায়ে যায় সকল বানে,
সেই বানেতে সব তরীতে
ভেসে উঠে শান্ত প্লাবনে
প্রেমেরই উচ্ছ্বাসে ।

আনন্দে আনন্দে পাড়ি হয়
সেই মধুময় ক্ষণটা,
গন্ধে গন্ধে প্লাবিত
সেই হৃদয় মনটা,
সারা মায়ার মধ্যে আসে
এ যে প্রেমেরই জন্য ।