আর কিছুদিন রইবো শুষ্ক পাতা হয়ে,  
বাতাসের সঙ্গী হয়ে উড়বো দূর অজানায়,  
মাটির বুক ছুঁয়ে ফেলে দেবো ক্লান্তি,  
যেন অপেক্ষার ভাঁজে লুকিয়ে থাকা গল্প।  

আর কিছুদিন ঝরবো বৃষ্টি হয়ে,  
মেঘের সাদা চাঁদরে বুনবো নীরব স্বপ্ন,  
প্রতিটা ফোঁটায় জমবে হারানো শব্দ,  
জমা হবে মাটির বুকে ভেজা পৃষ্ঠা।  

আর কিছুদিন নদীর মতো বইবো,  
স্রোতের গভীরে লিখবো পথের ইতিহাস,  
পাহাড়ের বুকে লেগে থাকা অভিমান,  
নতুন মোড়ে অপেক্ষা করবে শান্তির হাতছানি।