প্রথম দেখা সেই মুহূর্তে
তোমার চোখে পড়লো চোখ,
হৃদয়ে বাজলো মধুর সুর
মনে জাগলো অজানা আশা।
তোমার হাসিতে মুগ্ধ হৃদয়
প্রাণে এলো আনন্দের ঢেউ,
প্রথম দেখা সেই চাহনিতে
সব কিছুই যেনো পেলো নতুন রূপ।
হৃদয়ের গভীরে জন্ম নিল
এক অজানা অনুভূতির ভাষা,
প্রথম দেখা সেই মধুর ক্ষণে
বেঁধে গেলাম প্রেমের মায়াজালে।