রাত্রি শেষে ভোরের আলো
মিশে যায় স্মৃতির দাগে
বিদায়ের অপেক্ষায় দাঁড়িয়ে
হৃদয়ে লাগে যন্ত্রণার ঘা।

নিঃশব্দে বলে যাওয়া কথা
হাওয়ার সাথে মিশে যায়
বিধাতার ইঙ্গিতে সব
ফিকে হয়ে যায় রঙিন স্বপ্ন।

পথের ধারে অপেক্ষা করি
চোখে জল, হৃদয়ে আশা
শেষ দেখার প্রতীক্ষায়
হৃদয় ভরে আকুলতার ভাষা।

সময়ের স্রোতে ভেসে যায়
অনেক অমলিন স্মৃতি
বিদায়ের ছায়ায় ঢাকা পড়ে
প্রিয় মুখের মিষ্টি হাসি।