জীবনটা যেনো নদীর মতো
স্রোতে ভেসে যায় কালের স্রোতে,
হাজার বাঁক, নানা মোড়-
কখনো সোজা, কখনো কঠিন রাস্তায়।
স্বপ্নের পাখির ডানায় ভর করে
উড়ে যেতে চেয়েছিলাম অজানা আকাশে,
কিন্তু বাস্তবের মাটি ধরে টেনে নিলো
পায়ের নিচে জমে থাকা ধূলোতে।
কখনো হাসি, কখনো কান্না-
এই তো জীবনের রং,
সুখের মাঝেও লুকিয়ে থাকে বেদনার সুর
আনন্দের মুহূর্তে মিশে থাকে চিন্তার ছায়া।
যা পেলাম তা হয়তো কল্পনার চেয়েও কম
কিন্তু হারানোর বেদনা বুকে নিয়ে হাঁটি,
পথের শেষ কোথায় জানি না
তবু এগিয়ে চলি অবিরত আশার প্রদীপ হাতে।