শুরুর আগেই শেষ হলো
আমাদের সেই স্বপ্নের দিনগুলো,
যেখানে তোমার চোখে ছিল আলো,
আমার হৃদয়ে ছিল স্বপ্নের নীড়।
আমরা ভেবেছিলাম, একসাথে গড়বো
এক পৃথিবী, যেখানে থাকবে কেবল
ভালোবাসার গান, সুখের ছোঁয়া।
কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল,
আমাদের আকাশে উঠলো না সূর্য।
শুরুর আগেই শেষ হলো আমাদের পথচলা,
মধ্যরাতে নিভে গেল সেই দীপ,
যা একদিন প্রজ্জ্বলিত ছিল আমাদের আশা।
কত কথার ভিড়ে হারিয়ে গেল
তোমার সেই শেষ বিদায়।
কেন যেন সব শেষ হয়ে গেল,
যেন কোনো আকাশ ছিল না,
ছিল না কোনো জমিন,
ছিল কেবল এক নিরবতা,
যা বয়ে নিয়ে গেল
আমাদের সেই সব না বলা কথা।
শুরুর আগেই শেষ হলো,
আমাদের জীবনের সেই গল্প,
যা কোনোদিন লেখা হয়নি,
শুধু থেকে গেল শূন্যতার ভাঙা হৃদয়।