শুন্য পকেট, শুন্য হাতে
দিন কাটে শুধু ভেবে রাতে,
কখন যে আসবে দিন
ভরবে পকেট, মুছবে দুখ।
নাই টাকা, নাই তো পয়সা
শুন্য পকেট বেজায় অসা,
তবু স্বপ্ন দেখি বড়
হবে না আর কিছু কম।
হেসে যাই সব বিপদে
হতাশা নাই এই হৃদয়ে,
শুন্য পকেট থাক না ভাই
মন তো আমার ভরতি রয়।
চেষ্টা করে যেতে হবে
সাফল্যের পথে রবে,
শুন্য পকেটও একদিন
সোনায় ভরবে, আসবে সুদিন।