শুষ্ক পাতার মতো ঝরে পড়ে
মনের কোণে জমে থাকা শব্দেরা,
আলো ছুঁয়েও পায় না আলো-
নিভে যাওয়া প্রদীপের মতো।
আবেগের রঙহীন ক্যানভাসে
তুলি চলে উদাসীন হাওয়ার মতো,
চোখের গভীরতায় থাকে শূন্যতা
আর একটুখানি নীরবতা।
চোখে নেই জল, মনে নেই ব্যথা
সবকিছু শুধুই যেনো শূন্যতা,
স্মৃতির ছায়া মলিন হয়ে গেছে
আবেগহীন অনুভূতির অসরতা।