একমুঠো গোলাপ নিয়ে এলাম তোমার কাছে,  
হৃদয়ের যতটা স্পর্শ-
সব সাজিয়ে রাখলাম পাপড়ির মাঝে।  
গোলাপের লাল রঙে মিশে গেছে আমার প্রতিটি অনুভব  
যেন তুমি ছুঁলেই বুঝবে—
এই ফুলগুলো শুধু ফুল নয়,
তারা প্রেমের ঘ্রাণে হৃদয়ে হাসে।  
  
তুমি যদি একবার হেসে দেখো,  
গোলাপের প্রতিটি কাঁটা হবে আমার প্রতিজ্ঞা,  
তোমায় কখনো আঘাত না দেওয়ার অঙ্গীকার।  
পাপড়ির কোমলতায় মিশে থাকি আমি,  
যেন প্রতিটি আলতো স্পর্শে-
তুমি পেয়ে যাও আমার অস্তিত্ব।  
  
একমুঠো গোলাপ,  
তোমার হাতে তুলে দিয়ে ভাবি—  
কথা না বলেও বলা হয়ে যায় সব,  
যেন এই গোলাপগুলো জানে,  
তোমাকে ভালোবাসার কোনো শেষ নেই আমার।