এমন করে হাসিও না প্রিয়া
যে আবার ডুবে যাই তোমার প্রেমের নদীয়ায়,
তোমার সে হাসি চাঁদের মতন
শীতল অথচ জ্বালায় অন্তরস্থল।
চোখে চোখ রাখো না ওভাবে
মন যে হারায় রঙিন ছলনায়,
যতই বলি ফিরবো না আর
তবু তোমার হাসি ডাকে বারেবার।
তুমি কি জানো কতটা ভয় পাই
তোমারই মিষ্টি হাসিতে?
এই হৃদয় যে পুড়ে ছাই,
তাই বলছি, হাসিও না ওভাবে
যে আবার তোমার প্রেমে পড়ে যাই।