ভালো থাকার শত শত অজুহাত
তোমাকে পাওয়ার বড্ড অনুরাগ।
আগ্রহের বৃষ্টি ঝড়ে পড়তে থাকে আশায় রেখে
ভবিষ্যৎ সন্ধান করি সূর্যের প্রথম রেখা দেখে।
একদিন ধূসর হবে মায়াহীন আলো
বিরক্তিটা কি বেশি করছি বলবে আমায় একটু হেঁসে?
ঝড়ে যাওয়া স্মৃতিগুলো আঘাত করে বুকের ভেতর
হারানোর ভয় তাই বেদম জ্বালায় মন দুয়ারে।
আশাতে দীর্ঘ নিঃশ্বাস
হয়তো তোমাকে পাবো তীব্র বিশ্বাস।