নীরবতার মাঝে যখন প্রভাতের আলোর ছোঁয়া
জীবনের পথে খুঁজে পাই শুদ্ধতার গান,
প্রকৃতির বুকে খুঁজে ফিরে নির্মলতার মায়া
অহঙ্কারহীন হৃদয়ে ভরে নিই জ্ঞান।
জীবনের পথে সততার আলো
শুদ্ধাচারে বাঁধি নিজের ভালো,
মানবতার সুরে সুর মেলাই
সহজ সরলতায় মুগ্ধ হই।
কর্মের মাঝে লুকিয়ে থাকে সত্য
প্রত্যেক পদক্ষেপে খুঁজে পাই ধ্রুবতারা,
নিষ্ঠা ও ধৈর্য্য গড়ে তুলি আসল আলো
শুদ্ধাচারের পথে জীবন হয় মহান।
মনের ভেতর বীজ বুনে দিই শুদ্ধতার
বৃক্ষ হয়ে ফোটে মানবতার ফুল,
নিষ্পাপ হৃদয়ে গড়ে তুলি সম্পর্ক
শুদ্ধাচারের পথে হই এক পরিপূর্ণ মানব।