আমার মনের ক্যাম্পাসে
শুধু তোমারই ছবি আঁকি,  
স্বপ্নের তুলিতে রঙিন করি  
তোমার হাসির ছন্দমাখা রেখা।  

আলো-ছায়ার স্পর্শ জড়িয়ে
শুধু তোমার দৃষ্টির ছবি আঁকা,  
নিঃশব্দে বয়ে যায় মনোরথ
তোমার নামের মায়াবী গভীরতায়।  

দিনের আলো, রাতের অন্ধকার
সবখানে তুমি আছো,  
আমার মনের ক্যাম্পাসে
শুধু তোমারই ছবি আঁকি
তোমার ছোঁয়া লেগে থাকা ক্যানভাসে।