তোমার ভুলে আজ আমি সবটুকু হারালাম
হলো না সেই স্বপ্নগুলো পূরণ,
যা ছিলো আমার জীবনের প্রাচুর্যের বিশালতায়,
চুপসে গেলো আবগের বিলাসী প্রণয়ের সর্বশেষ গন্তব্যে।
তোমার অবহেলায় ভেঙে গেলো
আমার ভালোবাসার সব অমূল্য স্বপ্ন,
যা ছিলো আমার বুকের গভীরে
জীবনের মর্মে লুকানো,
তুমি বুঝলে না হৃদয়ের সেই নিঃশব্দ আর্তনাদ,
আজও রয়ে গেলো সে চিরকালীন ব্যথার সুর, বিদীর্ণ অন্তরে।
তোমার চলে যাওয়ার পথে ছড়িয়ে দিলাম সকল আশা
তোমার প্রতিটি স্মৃতি যেন ছুঁয়ে গেলো বিষাদের রূপে,
অজানা পথে চলেছি আমি একাকী, নির্জন এই রাতে,
বুঝলে না তুমি হারানোর এই শেষ গান, অসীম বিরহে।