তুমি যেমন আমার হৃদয়ে শিকড় ছড়িয়েছিলে,
তেমনি বিচ্ছেদে ছিলো মুক্তির বিষ,
বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকা প্রয়োজন ছিলো আমার,
পাতা ঝরার সময় এলেই তবে নতুন কুঁড়ি ফোঁটে।
জীবনের তীর্থে আমরা ছিলাম যাত্রী দুজন,
পথে বাঁধা এলো সরে গেছি-ছিন্ন হলো বাঁধন,
নদী যেমন সাগরে মেলে দেয় তার বুকে,
তেমনি আমরাও আলাদা স্রোতে ভাসি-নতুন স্বপ্নে।
শব্দগুলো বাতাসে ভাসে স্মৃতির ছায়ায়,
তোমার অস্তিত্ব ছুঁয়ে যায় নিঃশব্দে এই হৃদয়ে,
ভালোবাসা ছিলো প্রয়োজনের মতো মধুর আবেশ,
তবে এই বিচ্ছেদে লুকিয়ে আছে নতুন আশার নেশা।