কুমারী হয়ে এলো প্রিয়া
মাটির ছাঁয়ায় নামলো হিয়ায়
সমস্ত বুকের ভালবাসার নিয়ে
বসন্ত এলো প্রকৃতিকে জাগ্রত করে।
কি সুন্দরী প্রকৃতির শোভা
আদর মাখায় জ্যোৎস্নার ভেলা,
পালকিতে চড়ে চাঁদের বুড়ি
নেমে আসে ফুলকুড়ি নিয়ে।
কি রাগিণী সুর আসে
পক্ষীকুলের কন্ঠ সুরে,
মায়াবী কাজল ময়ূর নাচে
সারা বনে উদাস হয়ে।
এ কোন মিষ্টি সুবাস
বহে যায় ফাগুন শাখায়,
রঙ বেরঙয়ের নির্মল মায়ায়
ছড়ায় তার আপন ভালবাসা।