যখন ভাবনা আমার অদূর দূরে
পাখা মেলে চললো দূর আকাশে,
তখন সঙ্গী ছিল তোমার পরশ
ছিল তোমার বন্ধুত্ব ।
মেঘের পাড়ে গেলাম যখন
পেলাম তোমার ছায়া,
বৃষ্টি ভেঁজা আমার ভুবন
তোমার পাশে থাকা ।
নীল আকাশের অচীন দূরে
চলছি যখন ধ্রুব হয়ে,
দেখছি আমি অবাক হয়ে
বন্ধু হয়ে তাঁরার মাঝে
দেখছো আমায় চেয়ে ।