তার নীল শাড়ির আঁচলে লুকায়িত এক আকাশ
কপালের কালো টিপে জ্বলতো রাত্রির নক্ষত্র,
শৈশবের সেই স্মৃতি আজও হৃদয়ে আঁকা
সে ছিলো আমার ছোট বেলার স্বপ্নের বালিকা।
তার হাসিতে ছিলো যেন বসন্তের হাওয়া
চোখে ছিলো একান্তে জমা হাজারো কথা,
প্রথম দেখার সেই মুহূর্তটি আজও স্মরণে
সে ছিলো আমার জীবনের প্রথম প্রেমের আভাস।
সময়ের স্রোতে ভেসে গেছে কত রঙিন দিন
তবু আজও মনে পড়ে সেই প্রথম স্মৃতির মেলা,
তাকে ঘিরেই গড়া ছিলো আমার স্বপ্নের জগৎ
সে ছিলো আমার হৃদয়ের প্রথম ভালোবাসা।