তুমি আছো, নেই আবার
শূন্যতার মাঝেই দেখা পাই তোমার,
স্পর্শহীন, শব্দহীন স্রোতে
তোমার অস্তিত্ব পাই নীরবে ঘোরে।
পৃথিবীর ভিড়ে হঠাৎ নিঃশব্দে
তোমার ছায়া এসে থমকে দাঁড়ায় পাশে,
তোমার না-বলা কথারা জমে থাকে
শূন্যে পথের বাঁকে বাঁকে।
শূন্যতার এই খালি কাগজে
লিখে চলি তোমারই গল্প,
যেখানে শুরু নেই-শেষ নেই
আছে শুধু এক শূন্যস্থান,
তোমারই অস্তিত্বের অদৃশ্য অবদান।