আমার বাগানে ফুঁটেনি কোন ফুল
ফুঁটেছিল শুধু একটি গোলাপ ফুল,
যে ফুলের সৌন্দর্যে সারাবেলা
আমার মন পোড়াত আনমনাতে
শুধু একটি গোলাপ ফুলের গন্ধেতে ।
সারা নিশি করত মগ্ন
উদাস প্রেমের প্রভাতের শুভেচ্ছাতে ।
আমার মনের আকাশ কোণে
প্রজাপ্রতির পাখা মেলত
সেই ফুলের সুরভিত রসেতে;
শুধু একটি গোলাপ ফুলের গন্ধেতে ।
আমার বাগানের তাঁজা গোলাপটি
ঝরে পড়েনি কখনো মাটির ধূলিতে,
প্রেমের নজর পড়তে দেইনি সেটি
কারো মনের সুধা অনুভবে ।
আমার বাগানে ফুঁটেনি কোন ফুল
ফুঁটেছিল শুধু একটি গোলাপ ফুল,
যার মায়ায় মনের মাঝে আজো
প্রীতির অনুরাগ জাগে অবিরাম সময় ক্ষণে।