দিনের আলো ফুরোবার আগে,  
রাতের অন্ধকারে একাকী,  
স্বপ্ন গুলো ভেঙে চুরমার,  
দিনশেষে আমিই অপরাধী।

চোখে চোখে রেখে প্রতিশ্রুতি,  
ভাঙলাম সেসব অঙ্গীকার,  
তোমার চোখের জল আমার দায়,  
এই হৃদয়ে কেবলই হাহাকার।

তোমার ভালোবাসা ছিল নিখাদ,  
তবু কেন হলাম পথভ্রষ্ট,  
নিজের লোভে ভুলের আবরণে,  
তোমার সুখের হলাম শোষক।

কত রাত জেগে ভাবনা গুলো,  
মনের কোণে স্তুপাকারে,  
তোমার চোখের সেই অভিমান,  
আমার হৃদয়ে করল বিদারে।

ক্ষমার আশা করব না আর,  
তোমার হৃদয় করেছি ভেঙে,  
দিনশেষে সেই দুঃখের গল্প,  
আমার মনের গভীরে রয়ে।

কত স্মৃতি আজও দগ্ধ করে,  
তোমার ভালোবাসা ছিল স্নিগ্ধ,  
তবু কেন আমিই হলাম,  
দিনশেষে অপরাধী নিঃসন্দেহ।