এলাহী ভরসা
কে করে কার আশা
আমি করি তোমার আশা
তুমি করো কার আশা?
জানি কিনা এই আশা
হবে কিনা পূরণ
তবুও তোমায় লিখি আপন মনে ।
বাতায়নের পাশে থাকি চুপটি করে
ভাবি সারাক্ষণ তোমায় নিয়ে
একটি চিঠি তোমায় দেবো
আমার রিক্ত ভালবাসা সিক্ত করে।
জীবনের এই সুপ্ত ভালবাসা
পাবার জন্যে হয়েছি পাগল
যদি তোমায় পাই আমার হয়ে
এই আশা করি মনে মনে।