নষ্টদের ভিড়ে আমার স্বপ্ন হারে
আলোর খোঁজে পথে আমি একা হাঁটি,
অন্ধকারের ঘনিষ্ঠ ছায়ায় চুপিসারে
চেষ্টা করি সত্যের খোঁজে-ফিরি দিনরাতি।
শোষিতের চিৎকার শুনি অন্তরালে
হৃদয়ে জমা বেদনা বোবা ভাষায়,
দম বন্ধ করে রাখা ক্রোধে-অভিমানে
রুখে দাঁড়াবো আমি থামবো না মহাযুদ্ধে।
মিথ্যের মায়াজালে আটকে যারা
তাদের মুখোশ ছিঁড়ে ফেলার সময়,
আসল রূপ উন্মোচিত হোক সবার
সত্যের আলো ছড়াক দূর হোক অন্ধকার।