আমি তো এমনই, যেন জীবন রঙে চলি
হাসিখুশি, দুষ্টু মিষ্টি, কখনো বা মধুরিমা খুঁজি।
আমার মনে রঙের খেলা, স্বপ্নেতে বসে দেই দোলা,
আকাশেতে উড়ে বেড়াই,
মুক্ত বাতাসে মনেতে উড়ে বেড়াই।
আমি তো এমনই, বৃষ্টি আমার প্রাণ,
মেঘের দেশে হারিয়ে যাই, আনন্দে বর্ষণ ঝরাই।
রাতের তারা, দিনের আলো, সবই আমার সাথি,
হৃদয়ের কথা শুনাতে চাই, মনের সাথে গান গাই।
আমি তো এমনই, সহজ সরল ছেলে,
রংধনুর সাত রঙে মিশে যাই,
তাই জীবন আমার আকাশের রং তুলিতে
সহজ জীবনের ছবি এঁকে যায়।
তুমি যদি বুঝতে চাও, আমায় চিনতে পারো,
মনের আয়নায় নিজেকে দেখ, আমার ছবি খোঁজে পাবে