→আমার দিনগুলো চলছে
এক মায়াময় স্বপ্নের মাঝ দিয়ে।
→ আমার পথগুলো চলছে
আকাশ ছোঁয়া দিগন্তের দিকে চেয়ে।
→আমার শূন্য মন ছুটে চলছে
বাঁধাহীন আপন গতিতে।
→আমার সকল ব্যস্ততা ছুটে চলছে
কঠোর সাধনার তাড়নাতে।
→আমার সুখগুলো চলছে
একান্ত মনের গহীন দিয়ে।
→ আমার দুঃখগুলো চলছে
শ্রাবণ স্মৃতির পাতায় ভরে।
→ আমার ভাবনাগুলো চলছে
অজানা পথের বাহুধরে।
→আমার সবকিছু বয়ে চলছে
জীবনের আবেগ ভরা
মনের বাঁশির সুর ধরে।