জীবনের হিসাব বড় জটিল এক খেলা
কখনো লাভ কখনো ক্ষতির মেলায়,
মিশে থাকে রাত্রির অন্ধকার
আবার কখনো ভোরের আলোয় সেজে ওঠে বেলা।

প্রতিটি দিনের চলা যেন  
অসংখ্য সংখ্যার যোগ-বিয়োগ,  
খুশির মুহূর্তগুলো জমা পড়ে  
আর দুঃখের হিসাব সেখানেই বিয়োগ।

স্বপ্নের খাতা খুলে দেখি  
অপরিচিত পথে পথ চলা,  
কিছু প্রাপ্তি কিছু হারানোর বেদনায়  
বুনে যায় জীবনের রঙিন গল্প।